Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

এক ঈদে দুই শাকিব!

নিজের সঙ্গেই প্রতিযোগিতা বাড়ছে শাকিব খানের

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০২:৩৮ পিএম

এবারের ঈদ বাংলা সিনেমা প্রেমীদের জন্য একটু বিশেষ বলাই যায়। আসন্ন ঈদ-উল-ফিতরে মুক্তি পেতে যাচ্ছে বেশ কয়েকজন তারকার সিনেমা। যেগুলোর মধ্যে শাকিব খানের “বরবাদ”, আফরান নিশোর “দাগী”, সিয়াম আহমেদের “জংলি”, মোশাররফ করিমের “চক্কর”, নুসরাত ফারিয়ার “জিন-৩” নিয়ে দর্শকদের রয়েছে তুমুল আগ্রহ। কোন সিনেমাটি জনপ্রিয়তায় এগিয়ে থাকবে তা নিয়ে আলোচনার মধ্যেই এই দৌড়ে শেষ মুহুর্তে এসে যুক্ত হয়েছে শাকিব খানের “অন্তরাত্মা” সিনেমাটি।

অর্থাৎ প্রথম দিকে এই ঈদে শাকিব খানের একটি সিনেমা মুক্তির কথা শোনা গেলেও পর্যন্ত কিং খানের দুটি সিনেমা মুক্তির কথা চলছে। ফলে  “বরবাদ” সিনেমার সঙ্গে নিজেরই প্রতিযোগিতা বাড়ছে শাকিবের।

২০২১ সালে অনেকটা ঢাকঢোল পিটিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে “অন্তরাত্মা” সিনেমার শুটিং শুরু হয়। মহরতের আগেই সিনেমাটি সে বছর রোজার ঈদে মুক্তির পরিকল্পনায় ছিল বলে নিশ্চিত করেন নির্মাতা ওয়াজেদ আলী সুমন। বিভিন্ন কারণে তা হয়ে ওঠেনি। গত রবিবার বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শনের জন্য পাঠানো হয়। সেখান থেকে ছাড়পত্র পেয়েই এখন ঈদে মুক্তির প্রস্ততি চলছে “অন্তরাত্মা” টিমের।

“অন্তরাত্মা” সিনেমাটির মুক্তির প্রসঙ্গে প্রযোজক সোহানী হোসেন সাংবাদিকদের বলেন, “দীর্ঘ ৪ বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে। অবশেষে আমরা সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসছি। এটা ঈদ-উল-ফিতরেই মুক্তি পাবে। সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে প্রশংসা করেছে। সেইসঙ্গে আমরা মুক্তির অনুমতি পেয়েছি। এখন হলমালিক থেকে শুরু করে সবার সঙ্গে কথা হচ্ছে। আশাকরি ঈদে সবার সঙ্গে অনন্দ ভাগ করে নিতে পারবো।”

সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। সোহানী হোসেনের মূল গল্পে ফেরারী ফরহাদের চিত্রনাট্যে “অন্তরাত্মা”র অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফ।

   

About

Popular Links

x