Friday, June 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

কারামুক্ত হওয়ার পর যা বললেন নুসরাত ফারিয়া

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন তিনি

আপডেট : ২০ মে ২০২৫, ০৫:৪৩ পিএম

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি বেরিয়ে আসেন। কারামুক্তির পর সেখানে উপস্থিত কোনো গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। তবে এই সময়ে যারা তার পাশে ছিলেন, তাদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করে বার্তা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ মে) বিকেলে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই বার্তা দেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘‘সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, যারা আমার পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসব আপনাদের মাঝে।’’

কিন্তু তার এই স্ট্যাটাসটি কিছুক্ষণ পর থেকে তার পেজে দেখা যায়নি। এর কিছুক্ষণ পর তার ভেরিফায়েড পেজ থেকে আরেকটি স্ট্যাটাস দেওয়া হয়। স্ট্যাটাসে অ্যাডমিন পোস্ট হ্যাশট্যাগ ব্যবহার করে বলা হয়েছে, “জীবনের সবচেয়ে মূমূর্ষ সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকী আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট-ভালোবাসা আমি আজীবন মনে রাখবো। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদের। তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।”

উল্লেখ্য, গত রবিবার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার তাকে আদালতে হাজির করা হয়। আদালতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে ২২ মে তার জামিন শুনানির দিন নির্ধারণ করা হয়। তবে একদিন পরেই নুসরাত ফারিয়ায় আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পরে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি কারামুক্ত হন।

নুসরাত ফারিয়ার ফেসবুক পোস্ট

   

About

Popular Links

x