Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

ভারতের পাঞ্জাবে সামরিক ঘাঁটিতে গোলাগুলি, নিহত ৪

ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণ পশ্চিম কমান্ড এক বিবৃতিতে জানায়, এলাকাটি ঘেরাও করা হয়েছে এবং অনুসন্ধান চলছে

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১২:১০ পিএম

ভারতের পাঞ্জাবে সামরিক ঘাঁটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (১২ এপ্রিল) ভোরে ঘটা এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সেনাবাহিনীর দক্ষিণ পশ্চিম কমান্ড এক বিবৃতিতে জানায়, এলাকাটি ঘেরাও করা হয়েছে এবং অনুসন্ধান চলছে। তবে এ ঘটনার পেছনে কারা জড়িত তা এখনও জানা যায়নি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভোর সাড়ে চারটে নাগাদ পাঞ্জাবের ভাটিন্দার সামরিক ঘাঁটিতে গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে চারজন মারা গেছেন। এ ঘটনায় পুরো এলাকায় শুরু হয়েছে তল্লাশি অভিযান।

তাৎক্ষণিক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, ভোর ৪টা ৩৫ মিনিটে সেনা ছাউনির ভেতরে এ ঘটনা ঘটে। সেখানে ক্যুইক রিঅ্যাকশন টিমকে মোতায়েন করা হয়েছে।

ভাটিন্দার জ্যেষ্ঠ পুলিশ সুপার জিএস খুরানা এনডিটিভিকে বলেন, “পুলিশের একটি দল সামরিক স্টেশনের বাইরে অপেক্ষা করছে। কিন্তু সেনাবাহিনী এখনও তাদের প্রবেশের অনুমতি দেয়নি। তবে এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না, সেনাবাহিনীর অভ্যন্তরণী বিষয় হতে পারে।”

About

Popular Links