Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

জাপানি দ্বীপ কিনলেন চীনা নারী

ইয়ানাহা দ্বীপের মালিকানা এর আগে একাধিকবার পরিবর্তিত হয়েছে

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৬ পিএম

জাপানের ইয়ানাহা দ্বীপ কিনেছেন চীনা এক নারী। তবে ওই দ্বীপে কোনো জনবসতি নেই।

জাপানের কাছে ওকিনাওয়া এলাকায় ওই দ্বীপটির অবস্থান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বীপ কেনার ঘোষণা দেন চীনের ৩০ বছর বয়সী ওই নারী।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, ইয়ানাহা নামের দ্বীপটি কিনেছে তার আত্মীয়দের দ্বারা পরিচালিত একটি কোম্পানি। জাপানের দক্ষিণাঞ্চলের ওকিনাওয়া দ্বীপের উত্তরে ইয়ানাহা দ্বীপটি অবস্থিত।

সরকারি তথ্য অনুযায়ী, দ্বীপের কিছু অংশের মালিকানা টোকিও-ভিত্তিক একটি পরামর্শক সংস্থার মালিকানাধীন, যারা চীনের বিভিন্ন ব্যবসায় বিশেষজ্ঞ। তাদের ওয়েবসাইটে দ্বীপটি নিজেদের দাবি করে তথ্য দেওয়া হয়েছে।

ইয়ানাহা দ্বীপের মালিকানা এর আগে একাধিকবার পরিবর্তিত হয়েছে।

ওকিনাওয়ার ইজেনা গ্রামের একটা অফিস থেকে দ্বীপটির তত্ত্বাবধান করা হয়। তাদের পক্ষ থেকে বলা হয়, দ্বীপটির ৫০% জমির মালিক কোম্পানি। তবে অধিকাংশ সৈকত স্থানীয় সরকারের অধীনে রয়েছে।

ইয়ানাহা দ্বীপটি মূলত মাছ শিকার ও ক্যাম্প করে কাটানোর জন্য বেশি পরিচিত। গত জানুয়ারি মাসে এক নারী এই দ্বীপে প্রথমবার আসার পর সেটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বীপ কেনার ঘোষণা দেওয়ার পর এ নিয়ে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ তার প্রতি ঈর্ষা জানিয়েছেন আবার কেউ কেউ একে চীনা ভূখণ্ডের সম্প্রসারণ বলে মন্তব্য করেছেন।

চীনে সাধারণত আইন অনুযায়ী, কোনো ব্যক্তি জমির মালিক হতে পারেন না।

   

About

Popular Links

x