Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

ভালুক সেজে উত্তর প্রদেশে বানরের সঙ্গে কৃষকদের লড়াই

কৃষকরা ফসল বাঁচাতে নিজেরাই ভালুকের মতো সাজসজ্জা কিনেছেন, এই পোশাক পরে তারা ক্ষেত পাহারা দিচ্ছেন

আপডেট : ২৭ জুন ২০২৩, ০৫:৩৮ পিএম

বানরের উপদ্রব থেকে ফসল বাঁচাতে ভালুক সেজে ক্ষেতে যাচ্ছেন ভারতের উত্তর প্রদেশের লাখিমপুর খারির কৃষকেরা।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।

সম্প্রতি কৃষকদের ভালুক সাজার একাধিক ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের লাখিমপুর খারিতে কৃষকের ফসলের ক্ষেতে বানরের উপদ্রব বেড়েছে। বানরের হাত থেকে ফসল রক্ষায় কৃষকরা ভালুকের বেশ ধরেছেন।

একটি ছবিতে দেখা যায়, কালো রঙের লোমশ সাজসজ্জায় নিজের শরীর মুড়িয়ে নিচ্ছেন এক কৃষক। মুখে পরছেন ভালুকের মতো দেখতে মুখোশ। এরপর নেমে পড়ছেন আখখেতে। বানর তাড়াতে ঘণ্টার পর ঘণ্টা পাহারা দিচ্ছেন সেখানে।

গাজেন্দর সিং নামে এক কৃষক বলেন, “এই এলাকায় ৪০–৪৫টি বানর রয়েছে। ফসলের খেতে সেগুলোর উপদ্রব নিয়ে বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে তারা ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে কয়েকজন কৃষক মিলে ভালুকের মতো সাজসজ্জা কিনেছেন। এই সাজসজ্জার দাম পড়েছে ৪ হাজার রুপি।”

কৃষকদের এমন দশায় তাদের পাশে দাঁড়িয়ে সহানুভূতি জানিয়েছেন অনেকেই। টুইটারে একজন লিখেছেন, “বানরের হামলার কারণে প্রতিবছর ফসলের অপূরণীয় ক্ষতি হয়। এ সমস্যার আরও ভালো সমাধান আমাদের দরকার।”

আরেকজন লিখেছেন, “বানর তাড়াতে কেউ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালুক সেজে বসে আছেন, এটা আশ্চর্যজনক!”

কৃষকদের ভালুক সাজতে দেখে মজা করতেও ছাড়েননি কেউ কেউ। যেমন একজন মজা করে বলেছেন, “উত্তর প্রদেশ আর সেখানের মানুষের কৌশল। কিছু সময় আগেও সেখানের পুলিশ গুলি করার বদলে ‘দুম দুম' বলে আওয়াজ করত।”

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে স্থানীয় কর্তৃপক্ষ।

লাখিমপুর খারির বিভাগীয় বন কর্মকর্তা সঞ্জয় বিশওয়াল বলেছেন, “আমি কৃষকদের আশ্বস্ত করে বলছি, ফসলের মাঠে বানরের হামলা ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।”

   

About

Popular Links

x