Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

ইরাকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ড, ১১৩ জনের মৃত্যু

  • আতশবাজি ফোটানো হচ্ছিল
  • হাজারখানেক অতিথি ছিলেন
  • আহত হয়েছেন আরও অন্তত ১৫০
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩২ এএম

ইরাকের উত্তরাঞ্চলের নিনেভেহ প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৫০।

স্থানীয় সময় মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, নিনেভেহ প্রদেশের হামদানিয়াহ জেলার একটি হলরুমে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ইরাকের রাজধানী বাগদাদ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ও উত্তরাঞ্চলের বড় শহর মসুলের পাশে এই হামদানিয়াহ জেলার অবস্থান।

প্রাথমিকভাবে জানা গেছে, বিয়ের আনন্দ আয়োজনে আতশবাজি ফোটানো হচ্ছিল। সেটা থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিয়ের এ আয়োজনে হাজারখানেক অতিথি ছিলেন।

ইরাকের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর জানিয়েছে, দাহ্য পদার্থ্য এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে হলের ছাদের কিছু অংশ ধসে পড়ে। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে প্রাণহানি বেড়েছে।

About

Popular Links