Friday, July 11, 2025

সেকশন

English
Dhaka Tribune

ভারতে অতিরিক্ত তাপপ্রবাহে ২৪ জনের মৃত্যু

পূর্ব ভারতে চলমান তাপপ্রবাহ দুই দিন অব্যাহত থাকতে পারে

আপডেট : ৩১ মে ২০২৪, ০৯:১৯ পিএম

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহার ও ওড়িশায় সন্দেহভাজন হিটস্ট্রোকে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এই অঞ্চলে তাপপ্রবাহ শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তীব্র গরমে রাজধানী দিল্লির তাপমাত্রা রেকর্ড ৫২.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যায় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানায়, আগামী দিনে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের তাপমাত্রা কমতে পারে বলে জানা গেছে। পূর্ব ভারতে বিরাজমান তাপপ্রবাহ দুই দিন অব্যাহত থাকতে পারে।

কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে চলমান সাত ধাপের জাতীয় নির্বাচনের আয়োজনে জড়িত ১০ জন ব্যক্তিসহ বৃহস্পতিবার বিহারে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার বিহারের কিছু অংশে শেষ ধাপের ভোট হচ্ছে।

একই দিনে ওড়িশার রৌরকেলা অঞ্চলের সরকারি হাসপাতালেও ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কর্তৃপক্ষ রয়টার্সকে জানিয়েছে, ওডিশা সরকারকে তাপমাত্রা সর্বোচ্চ হলে স্থানীয় সময় সকাল ১১টা ও বিকেল ৩টার মধ্যে বাইরের কার্যকলাপের বিরুদ্ধে পরামর্শ দিতে বলেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পার্শ্ববর্তী বিহারের ঝাড়খন্ড রাজ্যে সন্দেহভাজন হিটস্ট্রোকে তিনজনের মৃত্যু হয়েছে।

দিল্লিতে উচ্চ তাপমাত্রায় পাখি এবং বন্য বানররা অজ্ঞান বা অসুস্থ হয়ে পড়েছে। শহরের চিড়িয়াখানার ১,২০০ প্রাণীর স্বস্তির জন্য পানি ছেটাচ্ছে।

চিড়িয়াখানার পরিচালক সঞ্জিত কুমার সংবাদ সংস্থা বলেন, আমরা গ্রীষ্মকালীন ব্যবস্থাপনার ডায়েটে স্থানান্তরিত হয়েছি। যাতে আরও তরল খাদ্যের পাশাপাশি সব মৌসুমী ফল ও শাকসবজি রয়েছে যাতে বেশি পানি থাকে।

এ সপ্তাহে প্রথম তাপ-সম্পর্কিত মৃত্যু রেকর্ড করা দিল্লিতে শুক্রবার তাপমাত্রা ছিল ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

এশিয়া জুড়ে কোটি কোটি মানুষ ক্রমবর্ধমান তাপমাত্রার সাথে যুদ্ধ করছে। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এটি আরও খারাপ হয়েছে।

ভারতের প্রতিবেশী পাকিস্তানও গত সপ্তাহে ৫২.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাওয়ায় বনের দাবানল বেড়েছে।

ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্রীনহাউস গ্যাস নির্গমনকারী। তবে ২০৭০ সালের মধ্যে নেট-জিরো গ্যাস নির্গমনকারী হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।

   
Banner

About

Popular Links

x