Tuesday, June 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

ভোট গণনা শুরুর পর ভারতীয় শেয়ার বাজারে ধস

সোমবার শেয়ার বাজার উঠেছিল নজিরবিহীনভাবে

আপডেট : ০৪ জুন ২০২৪, ০১:৪৬ পিএম

ভারতীয় শেয়ার বাজারে বড় ধস নেমেছে। দেশটির স্টক মার্কেটে ৬ হাজারের বেশি পয়েন্ট পতন হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সকালে লোকসভার ভোট গণনা শুরুর পরই দেশটির শেয়ার বাজারে এই ধস নামে। 

ভোট গণনার শুরুতে বাজার ছিল চাঙ্গা। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা গেল, আভাস অনুযায়ী আসন পায়নি এনডিএ। তাতেই এ ধস। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ওই খবরে বলা হয়, ভোট গণনা শুরু হয় স্থানীয় সময় সকাল ৮টায়। তখনও ভারতীয় স্টক মার্কেটের সূচক ছিল রেকর্ড উচ্চতায়। কিন্তু সকাল সাড়ে ৯টায় নিফটি সূচকের পতন হয়েছে ৩.০৩ %। ওই সময় নিফটি সূচক দাঁড়ায় ২২,৫৫৭। এস অ্যান্ড পি বিএসই সূচকের পতন হয়েছে ৩%। এখন তা দাঁড়িয়েছে ৭৪,১০৭-এ। 

সোমবার শেয়ার বাজার উঠেছিল নজিরবিহীনভাবে। ৭৬ হাজারের ঘরে শেষ করেছিল দৌড়। নিফটিও রেকর্ড গড়ে ২৩ হাজারে পা রেখেছিল। উঠেছে ৭৩৩। দুই সূচকই তিন বছরের মধ্যে এক দিনে সব থেকে বেশি উত্থান দেখেছে। 

বিশেষজ্ঞদের মতে, বুথফেরত সমীক্ষার প্রভাবেই ঊর্ধ্বমুখী ছিল সেনসেক্স এবং নিফটি। সমীক্ষা না মেলায় তাই ধস নামছে বাজারে। বিশ্লেষকরা মনে করছেন, মোদির বিজয় নিশ্চিত হলে আবারও উঠতে পারে বাজার।

About

Popular Links