মিয়ানমারে শুক্রবার (২৮ মার্চ) পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার কম্পন ছড়িয়ে পড়েছে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ও শহরে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৭.৭ মাত্রার এ ভূমিকম্পের কেন্দ্র ছিল মিয়ানমারের মান্দালয়ে, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে মিয়ানমার ও প্রতিবেশী থাইল্যান্ডে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি ভবনের ছাদের সুইমিংপুল থেকে পানি কম্পনের কারণে রাস্তায় পড়ে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যার ভিডিও বিবিসি প্রকাশ করেছে।
প্রায় ১ কোটি ৭০ লাখ জনসংখ্যার ব্যাংককের অধিকাংশ বাসিন্দাই সুউচ্চ ভবনে বসবাস করেন, যারা ভূমিকম্পের কম্পন তীব্রভাবে অনুভব করেছেন।