ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “অপারেশন সিন্দুর শেষ হয়নি, এটি কেবল স্থগিত রাখা হয়েছে।” তিনি বলেন, “যদি পাকিস্তান একটি দেশ হিসেবে টিকে থাকতে চায়, তাহলে তাকে সন্ত্রাস অবকাঠামো ধ্বংস করতেই হবে।”
সোমবার (১২ মে) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর পাকিস্তানে ভারতের “অপারেশন সিন্দুর” নিয়ে জানাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মোদি। এ সময় ভারতের প্রধানমন্ত্রী বলেন, “পাকিস্তানের জানা উচিত, হামলা এখনও শেষ হয়নি। সন্ত্রাসবাদী স্থাপনার বিরুদ্ধে পাকিস্তানের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরেই এগুলো কেবল স্থগিত করা হয়েছে।”
২২ মিনিটের ভাষণে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা যে পাকিস্তানের কল্পনার বাইরে ছিল তার একটি সারসংক্ষেপ তুলে ধরেন। মোদি বলেন, “ভারত তার নির্ভুল হামলার মাধ্যমে কেবল পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামোই ভেঙে দেয়নি, বরং তাদের মনোবলও ভেঙে দিয়েছে।”
ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিকে আরেকটি সতর্কবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “অপারেশন সিন্দুর কেবল একটি অভিযান নয়, বরং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের ভারতের নীতিতে একটি মতবাদগত পরিবর্তন।”
মোদি আরও বলেন, “অপারেশন সিন্দুর নতুন স্বাভাবিক ঘটনা। যেখানেই সন্ত্রাসী ঘাঁটি রয়েছে সেখানেই ভারত আক্রমণ করবে এবং আমাদের দেশে আক্রমণ করা হলে তার জবাব জোরালোভাবে দেবে।”
তিনি পাকিস্তানকে সতর্ক করে বলেছেন, “ভারত সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক সরকার এবং সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারীদের মধ্যে পার্থক্য করবে না।”
পাকিস্তানে ভারতের “অপারেশন সিন্দুর” চালানোর পর টানা চারদিন পাল্টাপাল্টি ভারত-পাকিস্তান সংঘর্ষ হয়। এরপর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর দু’দিন পর সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নরেন্দ্র মোদি।