Tuesday, June 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে ইউটিউবার গ্রেপ্তার

জ্যোতি মালহোত্রা নামের ওই ইউটিউবার ২০২৩ সালে পাকিস্তান সফরে গিয়েছিলেন

আপডেট : ১৮ মে ২০২৫, ০৩:৫২ পিএম

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে জনপ্রিয় এক ইউটিউবারকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। জ্যোতি মালহোত্রা নামের ওই ইউটিউবার ২০২৩ সালে পাকিস্তান সফরে গিয়েছিলেন।

শনিবার (১৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি জানিয়েছে, হরিয়ানার বাসিন্দা জ্যোতি মালহোত্রার ইউটিউব চ্যানেলের নাম “ট্রাভেল উইথ জো”। সেখানে তিনি মূলত ভ্রমণবিষয়ক বিভিন্ন ভিডিও পোস্ট করতেন। তার সঙ্গে পাকিস্তানি গুপ্তচরদের যোগাযোগ ছিল বলে অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের গুপ্তচরদের কাছে তথ্য পাচার করার একটি চক্র ভারতে তৈরি হয়েছিল। পুলিশের ধারণা ওই চক্রটি মূলত পাঞ্জাব এবং হরিয়ানায় সক্রিয় ছিল। সেই সূত্র ধরেই পুলিশ জ্যোতিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করে।

পুলিশের তদন্তে ওঠে এসেছে, ২০২৩ সালে পাকিস্তান সফরের সময় নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে তার পরিচয় হয়। গুপ্তচরবৃত্তি সংক্রান্ত অভিযোগে চলতি সপ্তাহেই পাকিস্তানি কর্মকর্তা দানিশকে ভারতে “অবাঞ্ছিত” ঘোষণা করা হয়েছে।

ভারতীয় তদন্তকারীদের সন্দেহ, ভারতের বিভিন্ন স্থানের সংবেদনশীল তথ্য পাকিস্তানিদের কাছে পাচার করতেন জ্যোতি মালহোত্রা। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাট ব্যবহার করে তিনি পাকিস্তানি গুপ্তচরেদের সঙ্গে যোগাযোগ রাখতেন।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে জ্যোতি মালহোত্রার “ঘনিষ্ঠতা” তৈরি হয়েছিল। জ্যোতি যখন বালি এবং ইন্দোনেশিয়া ঘুরতে গিয়েছিলেন, সেই সময়ে তার সঙ্গে এক পাকিস্তানি গুপ্তচর ছিল।

   

About

Popular Links

x