Tuesday, July 15, 2025

সেকশন

English
Dhaka Tribune

আইপিএল শিরোপা জয়ের উৎসবে পদদলিত হয়ে নিহত ৭, আহত ২৫

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটেছে এই হৃদয়বিদারক ঘটনা

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৭:৫৬ পিএম

ভারতের দক্ষিণাঞ্চলীয় বেঙ্গালুরু শহরে একটি ক্রিকেট স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ২৫ জন।

বুধবার (৪ ‍জুন) আইপিএল উদযাপনের সময় এই হতাহতের ঘটনা ঘটে বলে খবরে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভারতের সবচেয়ে জনপ্রিয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলের বিজয় উদযাপন করতে হাজার হাজার ক্রিকেটভক্ত জড়ো হয়েছিল। এতেই এসব হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় টিভি চ্যানেলগুলোর ভিডিওতে দেখা যায়, পুলিশ আহত এবং অচেতন হয়ে পড়া ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে। তবে ঘটনা ও হতাহতের বিষয়ে এখনও পর্যন্ত কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

এদিকে গতকাল আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

   

About

Popular Links

x