Tuesday, July 15, 2025

সেকশন

English
Dhaka Tribune

জেলেনস্কি: এই শোকে আমরা ভারতের সঙ্গে আছি

আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন জেলেনস্কি

আপডেট : ১২ জুন ২০২৫, ০৮:০৯ পিএম

ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই শোক প্রকাশ করেন।

জেলেনস্কি লিখেছেন, “এটি ভয়াবহ খবর। এই দুঃখজনক দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সমগ্র ভারতের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ভারত, যুক্তরাজ্য, পর্তুগাল এবং কানাডার সমস্ত নিহত এবং তাদের প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা। এই কষ্টকর ও মর্মান্তিক সময়ে আপনাদের সঙ্গে আছি।”

তিনি বলেন, “যত বেশি সম্ভব প্রাণ রক্ষা পাক এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক এই প্রার্থনা করি।”

এদিকে, ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় যাত্রী ও ক্রুদের সবাই মারা গেছেন। এছাড়া দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি মেডিকেলের হোস্টেলের ভবনে থাকা পাঁচজন মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও ৪০ জন শিক্ষার্থী।

এয়ার ইন্ডিয়া বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটিতে ২৪২ আরোহী ছিলেন। তাদের মধ্যে ২৩২ যাত্রী ও ১০ ক্রু রয়েছেন।

   

About

Popular Links

x