Wednesday, July 09, 2025

সেকশন

English
Dhaka Tribune

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বোমা হামলার হুমকি পেয়ে জরুরি অবতরণ

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তল্লাশিতে বিমানের ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৩:০৭ পিএম

থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি পাওয়ার পর ফুকেটে জরুরি অবতরণ করেছে। ফুকেট বিমানবন্দরের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।

শুক্রবার (১৩ জুন) বোমা হামলার হুমকি পেয়ে থাইল্যান্ডের ফুকেট বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়েছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট এআই ৩৭৯ স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে ফুকেট থেকে উড্ডয়ন করে। তবে মাঝ আকাশে বোমা হামলার হুমকির একটি চিরকুট পাওয়ার পর পাইলট আন্দামান সাগর ঘুরে ফের ফুকেট বিমানবন্দরে ফিরে আসেন।

জরুরি অবতরণের পর নিরাপত্তা নির্দেশনা অনুযায়ী যাত্রীদের বিমান থেকে নামিয়ে নেওয়া হয়। ফ্লাইটটিতে মোট ১৫৬ জন যাত্রী ছিলেন। এ বিষয়ে এখন পর্যন্ত এয়ার ইন্ডিয়া কিংবা থাই কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তল্লাশিতে বিমানের ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি।

এক কর্মকর্তা জানান, হুমকির চিরকুটটি যিনি প্রথম দেখতে পান, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কীভাবে এবং কোথা থেকে এই হুমকি এসেছে, তা এখনও স্পষ্ট নয়।

এর আগে, ভারতের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। উড়োজাহাজটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১টা ৩৯ মিনিটের দিকে উড্ডয়ন করে।

এদিন ভারতের গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ দুর্ঘটনাস্থল থেকে ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক। আরও ৪১ জন হাসপাতালে চিকিৎসাধীন থাকার তথ্য জানান তিনি। এক ব্রিটিশ যাত্রী জীবিত রয়েছেন বলেও নিশ্চিত করা হয়েছে।

আহমেদাবাদের পুলিশ কমিশনারের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানায়, দুর্ঘটনা স্থল থেকে ২০৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটি নিশ্চিতভাবে জানা যায়নি যে, এই ২০৪ জনের সবাই উড়োজাহাজটির যাত্রী ছিল, নাকি দুর্ঘটনাস্থলে কিছু মানুষ নিহত হয়েছেন।

   
Banner

About

Popular Links

x