Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘স্বপ্ন’ এখন মালিবাগ বাজার রোডে

উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় অফার

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৫:১৯ পিএম

দেশের অন্যতম রিটেইল চেইন শপ “স্বপ্ন” রাজধানী ঢাকার এখন মালিবাগ বাজার রোডের সারিনা পয়েন্টে তাদের নতুন আউটলেট চালু করেছে।

বুধবার (৩১ জানুয়ারি) স্বপ্ন’র নতুন এই আউটলেট উদ্বোধন করা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইনভেস্টর এবং সারিনা আলম কনস্ট্রাকশন এর সিইও  মো. শামসুল আলম সুমন, স্বপ্ন’র হেড অব বিজনেস এক্সপ্যানশন মো. শামছুজ্জামান ,হেড অব রিজিওনাল সেলস অপারেশন্স  জায়েদ ইমামসহ অনেকে ।

এ সময় স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, “আমার বিশ্বাস, নতুন এ আউটলেটে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে।”

স্বপ্ন,র অপারেশনস ডিরেক্টর আবু নাছের বলেন, “উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।”

আউটলেটের পুরো ঠিকানা: ১৬৮, সারিনা পয়েন্ট, মালিবাগ বাজার রোড, মালিবাগ, ঢাকা।

   

About

Popular Links

x