স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, “আধুনিক জ্ঞানভিত্তিক সমাজ গড়তে বিজ্ঞানভিত্তিক গবেষণাকে গুরুত্ব দিতে হবে। বিজ্ঞানই পারে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে। উদীয়মান বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময় বৃদ্ধি করতে হবে।”
শুক্রবার (৮ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে বিসিএসআইআরের ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “স্মার্ট বাংলাদেশ গড়তে বিজ্ঞানের অগযাত্রার বিকল্প নেই, তাই বৈজ্ঞানিক গবেষণাকে আরও গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান তিনি।”
ডা. সামন্ত লাল সেন বলেন, “বিজ্ঞান যেহেতু একটি উন্মুক্ত বিষয় তাই এটি উন্মুক্ত ও জ্ঞানভিত্তিক সমাজ গড়তে অবদান রাখবে।”
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, “এদেশের মানুষের কল্যাণে এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে আরও উচ্চতায় নিয়ে যেতে বিসিএসআইআরের সব বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবকদের মেধাশক্তি কাজে লাগাতে হবে।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিসিএসআইআর চেয়ারম্যান ড. মো. আফতাব আলী শেখ বলেন, “বাংলাদেশে বিজ্ঞানকে সামনে এগিয়ে নিতে বিসিএসআইআর গুরত্বপূর্ণ ভমিকা রাখছে।”