Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও আইসিটি ডিভিশনের মধ্যে সমঝোতা সই

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) মো. জোহর আলী এবং আইসিটি ডিভিশনের যুগ্মসচিব মো. মজিবর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১০:৩৪ পিএম

এনএসডিএ ন্যাশনাল স্কিলস পোর্টালের পরিচালন কার্যক্রম মূল্যায়ন, পারস্পরিক আইসিটি সংক্রান্ত বিভিন্ন পেশায় দক্ষতা প্রশিক্ষণ প্রদানে কোর্স-কারিকুলাম ও অ্যাসেসমেন্ট টুলস প্রণয়ন এবং সম্ভাব্য ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারকে সই করেছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) ঢাকার আগারগাঁওয়ের আইসিটি ভবনে এ চুক্তি সই হয়।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) মো. জোহর আলী এবং আইসিটি ডিভিশনের যুগ্মসচিব মো. মজিবর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। এ সময়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ, আইসিটি ডিভিশনের সচিব মো. সামসুল আরেফিনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

About

Popular Links