Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

জামায়াত আমির: কোনো মব জাস্টিস আমরা সমর্থন করি না

তিনি ৯০ দিনের মধ্যে ধর্ষকের বিচার ও রায় কার্যকরের দাবি জানিয়েছেন

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৭:০৭ পিএম

জামায়াত আমির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “বিচারবহির্ভূত কোনো কিছুই আমরা চাই না। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা পাবলিকের মতামত ও আবেগকে প্রভাবিত করে। তবুও আমরা সর্বাবস্থায় বলি, আপনারা ধৈর্য ধরুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুন এবং বিচারকে তার আপন গতিতে এগোতে দেন। সেটার মধ্যেই কল্যাণ। মব জাস্টিস শুধু এখানে কিংবা এখন নয়, যুগ যুগ ধরেই এটি চলে আসছে। কোনো মব জাস্টিস আমরা সমর্থন করি না।”

শনিবার (১৫ মার্চ) সকালে মাগুরায় নির্যাতনের শিকার হয়ে নিহত শিশুটির গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শফিকুর রহমান এ কথা বলেন।

শিশুটির পরিবারকে সান্ত্বনা ও সহানুভূতি জানাতে তিনি শনিবার সকালে হেলিকপ্টারে সেখানে যান। প্রথমে তিনি শিশুটির কবর জিয়ারত করেন। এরপর স্থানীয় একটি বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। 

আলোচনা সভায় তিনি বলেন, “আমরা বলেছি, ৯০ দিনের মধ্যে ধর্ষকের বিচার ও রায় কার্যকর দেখতে চাই। অনেকে বলেছে, এক সপ্তাহ, কিন্তু এ দেশের আইনে এক সপ্তাহে বিচার সম্ভব নয়। এ জন্য বলেছি, ৯০ দিন।”

তিনি আরও বলেন, “তারা এই মেয়ের হত্যাকারীদের অত্যন্ত দ্রুত শাস্তি কার্যকর দেখতে চান। তাহলে এই পরিবার হয়তো মানসিক সান্ত্বনা পাবে। দেশবাসীও একটা সান্ত্বনা পাবে। পাশাপাশি বিচার কার্যকর হলে এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সতর্ক হবে।”

   

About

Popular Links

x