Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

জামায়াত সেক্রেটারি: একাত্তরে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি, তাই চব্বিশকে দ্বিতীয় স্বাধীনতা বলছে মানুষ

একাত্তরের মীমাংসিত বিষয় সামনে এনে জামায়াতকে বিতর্কিত করার চেষ্টার অভিযোগ

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৬:২০ পিএম

১৯৭১ সালে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সে কারণেই মানুষ ২০২৪ সালকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করছে বলে দাবি তার।

একাত্তরের মীমাংসিত বিষয় সামনে এনে জামায়াতকে বিতর্কিত করার চেষ্টা হয় বলেও অভিযোগ করেছেন তিনি।

বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আলোচনায় সভায় এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল।

সভায় মিয়া গোলাম পরওয়ার বলেন, “যারা মুক্তিযুদ্ধ যারা করেছেন, এর চেতনার ফেরি করে বেড়াচ্ছেন তাদের বলবো, আপনারা কিন্তু রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার স্বার্থে দিল্লির কাছে দেশ বিক্রির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। সেদিন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি। যে কারণেই চব্বিশের গণঅভ্যুত্থানে বাংলাদেশের কোটি কোটি মানুষ বলেছে, এটাই আমাদের দ্বিতীয় স্বাধীনতা।”

জামায়াতে ইসলামী আদর্শিক কারণেই দেশ ও স্বাধীনতাকে ভালোবাসে বলেও উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার।

একাত্তরের মীমাংসিত বিষয় সামনে এনে জামায়াতকে বিতর্কিত করার চেষ্টা হয়; এমন অভিযোগ করে তিনি বলেন, "৫৪ বছর পরে এসে যারা বক্তৃতা শেষে বলেন একাত্তরকে ভুলে যাবেন না... তারা যখন দেশ শাসন করেছেন ১২ থেকে ১৩ জন স্বাধীনতা বিরোধীকে প্রেসিডেন্ট বানানো হয়েছে, মন্ত্রী এমপি বানানো হয়েছে।"

কেউ জামায়াতের কার্ড নিয়ে খেললে তাকেও “শেখ হাসিনার মতো” নির্মমভাবে বিদায় নিতে হবে বলে হুঁশিয়ারি দেন করেন মিয়া গোলাম পরওয়ার।

 

   

About

Popular Links

x