বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী শাখার নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৯ মে) ঢাকার ব্রিটিশ হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানিয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জামায়াতে ইসলামীর নারী শাখার নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে অর্থবহ আলোচনা হয়েছে। যা দলটির নারী সদস্যদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।