Friday, April 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

ব্যালন ডি’অর বয়কটের কারণ জানালেন ভিনিসিয়াস

চ্যাম্পিয়ন্স লিগে আজ ‘মাদ্রিদ ডার্বি’

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১২:৫৫ পিএম

২০২৪ ব্যালন ডি’অরে খুব কাছাকাছি থেকে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির কাছে হেরে গিয়েছিল ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র। শুরুতে তার জয় নিশ্চিত মনে হলেও শেষে রদ্রির হাতেই ওঠে ব্যালন। এ খবর সামনে আসার পরপরই জানা যায় যে ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করছে রিয়াল মাদ্রিদ। এবার ব্যক্তিগতভাবে ব্যালন ডি’অর বয়কট প্রসঙ্গে কথা বললেন ভিনি।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে মঙ্গলবার রাতে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল। সে উপলক্ষে সংবাদ সম্মেলন করতে আসেন ভিনিসিয়াস। সেখানেই তিনি তার ব্যালন ডি’অর অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার কারণ জানান।

ভিনি বলেন, “আমাকে আমার ক্লাব যা করতে বলেছিল তা–ই করেছি। তারা আমাকে মাদ্রিদে অবস্থান করতে বলেছে, আমি সেটাই করেছি। কোনো সমস্যা নেই। আমরা এখন পরেরটাই মনোযোগ দিচ্ছি।’’

এ প্রসঙ্গে ভিনিসিয়াস আরও বলেন, ‘‘আমি কখনো এটা (ব্যালন ডি’অর) জেতার স্বপ্ন দেখিনি। কিন্তু অবশ্যই আপনি যদি এত কাছে যাবেন, তখন সেটা পেতে চাইবেন। তবে আমার পুরস্কার জেতার অন্য এবং এই ক্লাবের হয়ে ট্রফি জেতার অন্য সুযোগ আছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি দুটি ইউরোপ শ্রেষ্ঠত্বের ট্রফি জিতেছি। আমি আরও জেতার জন্য এখানে আছি।’’

রিয়ালের হয়ে ইতিহাস গড়ার প্রত্যয়ের কথাও জানিয়ে ভিনিসিয়াস বলেন, ‘‘আমি এখানে ইতিহাস লেখার জন্য এসেছি। এই ক্লাব এবং প্রেসিডেন্ট আমাকে যা দিয়েছে, আমি সব শোধ করতে চাই। আশা করি, আমি গোল করে যেতে পারব এবং এই জার্সি পরে আরও অনেক ম্যাচ খেলতে পারব। এখন আমি জয়ের স্বাদ পেয়েছি এবং এখানে আমার ইতিহাস লেখা শুরু করেছি। আমি আরও চাই।’’

একই শহরের পাশাপাশি দুটি ক্লাবের মধ্যকার ম্যাচ ঘিরে চ্যাম্পিয়ন্স লিগেও মাদ্রিদ ডার্বির উত্তেজনা বইছে।

   

About

Popular Links

x