এস্পানিওলকে তাদের মাঠে হারিয়ে আবারও লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। আরসিডিই স্টেডিয়ামে লামিনে ইয়ামালের চোখ ধাঁধানো গোল ও ফারমিন লোপেজের গোলে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে নিজেদের ২৮তম লিগ শিরোপা জয় নিশ্চিত করেছে বার্সা। সর্বোচ্চ ৩৬বার এই লিগ টাইটেল জিতেছে রিয়াল।
এদিকে ৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে হান্সি ফ্লিকের দল। সমান ম্যাচ খেলে ৭৮ পয়েন্ট নিয়ে তালিকার ২-এ রয়েছে রিয়াল মাদ্রিদ। দুটি দলই আর দুটি করে ম্যাচ খেলবে। তবে নিজেদের দুই ম্যাচ জিতলেও বার্সার সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান কমানো রিয়ালের পক্ষে সম্ভব হবে না। তাই এবারের লিগ টাইটেল বার্সার।
খেলার শুরুর দিকে এস্পানিওল সুযোগ তৈরি করতে পারলেও শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধে বার্সাও গোলের সুযোগ পেয়েছে। তবে ইয়ামাল-তোরেসরা সুযোগ কাজে লাগাতে পারেননি। কিন্তু বিরতির পর ৫৩ মিনিটে ডান প্রান্ত থেকে ইয়ামালের বাঁ পায়ের ‘‘ট্রেডমার্ক’’ বাঁকানো শটে গোল পেয়ে যায় বার্সা। চলতি মৌসুমে এটি ইয়ামালের ১৭তম গোল। চোখ ধাঁধানো এই গোলের পর বার্সা ম্যাচের শেষ গোলটি পেয়েছে অতিরিক্ত পাঁচ মিনিটে। বক্সের ভেতর অরক্ষিত বল পেয়ে শট নেন তোরেস। পাসের উৎস ছিলেন ইয়ামাল। এবার লা লিগায় এ নিয়ে ১৩ গোল করালেন ইয়ামাল। গোল করানোয় তার ওপরে আর কেউ নেই।
এদিকে নির্ধারিত সময় শেষ দিকে এসে ১০ জনে পরিণত হয়েছিল এস্পানিওল। ৮০ মিনিটে ইয়ামালকে কনুই দিয়ে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার লেয়ান্দ্রো কাবরেরা।
এদিকে ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের পাশেই একটি দুর্ঘটনা ঘটনা ঘটে। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জনতাকে চাপা দেয়। স্পেনের মেডিকেল ইমার্জেন্সি সিস্টেম (এসইএম) জানিয়েছে, এই দূর্ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। স্পেনের সংবাদমাধ্যম জানিয়েছে, আহতদের মধ্যে এস্পানিওলের সমর্থকেরাও রয়েছেন।
বার্সা কোচ হিসেবে প্রথম মৌসুমেই দারুণ সাফল্য পেলেন হ্যান্সি ফ্লিক। ক্লাবটিতে অভিষেক মৌসুমেই জিতলেন কোপা দেল রে, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। শুক্রবার লিগ শিরোপা নিয়ে বার্সেলোনা শহরে উদ্যাপন করবে ফ্লিকের দল।