Wednesday, July 09, 2025

সেকশন

English
Dhaka Tribune

লেভানদোভস্কির সঙ্গে দ্বন্দ্বে পদত্যাগ করলেন প্রোবিয়ার্জ

দেশটির ফুটবল ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছে

আপডেট : ১২ জুন ২০২৫, ০৬:১২ পিএম

জাতীয় দলের ভবিষ্যতের কথা চিন্তা করে পোল্যান্ডের কোচ পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন মিখাইল প্রোবিয়ার্জ। দেশটির ফুটবল ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছে। দলের তারকা স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কির সঙ্গে বিরোধে জড়িয়ে প্রোবিয়ার্জ চাকরি ছেড়েছেন বলে জানা গেছে।

পোলিশ ফুটবল ফেডারেশন থেকে প্রকাশিত এক বিবৃতিতে প্রোবিয়ার্জ বলেছেন, “বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের ভালোর জন্যই আমি কোচের পদ থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এই ভূমিকা পালন করা ছিল আমার পেশাগত স্বপ্নের পরিপূর্ণতা এবং আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।”

রবিবার লেভানদোভস্কি ঘোষণা দিয়েছিলেন যে, প্রোবিয়ার্জ যতদিন কোচ হিসেবে বহাল থাকবেন ততদিন তিনি জাতীয় দলে খেলবেন না। তারপরপরই ফিনল্যান্ডের সঙ্গে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে পোল্যান্ড ২-১ গোলে পরাজিত হয়ে গ্রুপের শীর্ষস্থান হারিয়েছে।

সাম্প্রতিক আন্তর্জাতিক উইন্ডোতে লেভানদোভস্কি পোলিশ দলে ছিলেন না। পোলিশ বার্তা সংস্থা পিএপি’র সূত্রমতে, বার্সেলোনার এই খেলোয়াড়কে বিশ্রামে থাকতে বলা হয়েছিল।

প্রোবিয়ার্জ অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার কারণে লেভানদোভস্কি কোচের ওপর অসন্তুষ্টি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “পুরো পরিস্থিতি বিবেচনায় কোচের ওপর থেকে আমার আস্থা চলে গেছে। সে যতদিন কোচের দায়িত্বে থাকবে ততদিন আমি পোল্যান্ড জাতীয় দলে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি বিশ্বের সেরা সমর্থকদের জন্য এখনও আমার জাতীয় দলে খেলার সুযোগ রয়েছে।”

২০০৮ সালে পোল্যান্ডের জাতীয় দলে অভিষিক্ত হওয়ার পর ২০১৪ সাল থেকে অধিনায়কত্ব করছেন ৩৬ বছর বয়সী লেভানদোভস্কি। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ১৫৮ ম্যাচে তিনি ৮৫ গোল করেছেন। ৩৭ গোল কম করে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সাবেক স্ট্রাইকার উল্ডজিমিরেচ লুবানস্কি।

২০২৩ সালের সেপ্টেম্বর থেকে প্রোবিয়ার্জ কোচের দায়িত্বে নিয়োজিত আছে। তার অধীনে পোল্যান্ড ইউরো ২০২৪ খেলার যোগ্যতা অর্জন করলেও একটি ম্যাচও জিততে পারেনি। গ্রুপ পর্ব থেকেই পোল্যান্ডকে বিদায় নিতে হয়। তার অধীনে ২১ ম্যাচে পোল্যান্ড নয়টিতে জয়, পাঁচটিতে ড্র ও সাতটিতে পরাজিত হয়েছে।

   
Banner

About

Popular Links

x