দক্ষিণ ইসরায়েলের বেয়ারসেবায় মাইক্রোসফটের কার্যালয়ের কাছে আগুন জ্বলতে দেখা গেছে। সেখানে বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ারও খবর মিলেছে।
এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডোম।
ওই ভিডিওতে দেখা গেছে, দক্ষিণাঞ্চলীয় শহর বেয়ারসেবার একটি রাস্তায় বেশ কয়েকটি স্থানে আগুন জ্বলছে। আগুন লাগার স্থানটি একটি প্রযুক্তি পার্কের কাছাকাছি, যেখানে একটি মাইক্রোসফট কার্যালয়ও রয়েছে।
বিবিসি জানিয়েছে, ফায়ার সার্ভিস ও প্যারামেডিক টিম ঘটনাস্থলে কাজ করছে। কমপক্ষে ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ইরান এ দিনও বেয়ারসেবার গাভ-ইয়াম অত্যাধুনিক প্রযুক্তি পার্কে হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার সকালেও তারা একই জায়গা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছিল।
গাভ-ইয়াম অ্যাডভান্সড টেকনোলজি পার্ক হলো ইসরায়েলের বিরশেবায় অবস্থিত একটি হাই-টেক বাণিজ্যিক জোন, যেখানে বহু আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানি ও স্টার্টআপের অফিস রয়েছে, যা সামরিক ও গবেষণামূলক কাজেও ব্যবহৃত হয়।