Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

বঙ্গোপসাগরে লাইটার জাহাজডুবি, ১২ নাবিক জীবিত উদ্ধার

বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে ডুবে যাওয়া লাইটার জাহাজের নিখোঁজ থাকা সব নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়ে

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১২:১২ পিএম

বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে ডুবে যাওয়া লাইটার জাহাজের নিখোঁজ থাকা সব নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম।

শনিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা ২০ মিনিটে সজল তন্ময়-২ নামের জাহাজটি ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে ডুবে যায়।


আরও পড়ুন- বঙ্গোপসাগরে লাইটার জাহাজডুবি, ১২ নাবিক নিখোঁজ


কোস্টগার্ডের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আবদুর রহমান জানান, সমুদ্র কিছুটা উত্তাল। জাহাজটি ডুবে যাওয়ার পরে আমাদের জরুরি পরিষেবা নম্বরে কল করা হয়। আমরা তাৎক্ষণিকভাবে সেখানে একটি উদ্ধারকারী জাহাজ পাঠাই।

ক্যাপ্টেন কাজী শাহ আলম জানান, আমরা জানতে পেরেছি, জাহাজের ১২ জন নাবিক ছিলেন। তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। নাবিকদের ঢাকাগামী বিভিন্ন জাহাজে তুলে দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x