Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

গুলিস্তানে বিস্ফোরণ: আহত আরেকজনের মৃত্যু

 এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ জনে

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ০৩:১২ পিএম

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় মো. হাসান (৩২) নামে আহত আরেক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ জনে।

রবিবার (২৬ মার্চ) সকাল ৯টা ১১ মিনিটে তিনি রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. হাসান মারা যান। ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, হাসান আইসিইউ-তে লাইফ সাপোর্ট চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ১২% দগ্ধ হয়েছিল। এছাড়াও শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছিলেন তিনি।

জানা গেছে, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের আবু আহমেদ সিদ্দিকীর ছেলে। তিনি সিদ্দিকবাজার ফুটপাতে স্কুল ব্যাগের ব্যবসা করতেন এবং সেখানেই থাকতেন। তার পরিবার গ্রামের বাড়িতে থাকে।

উল্লেখ্য ৭ মার্চ, মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের (সিদ্দিকবাজার) সাততলা ওই ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ২৬ জন। আহত অবস্থায় উদ্ধার করা হয় শতাধিক ব্যক্তিকে।

About

Popular Links