Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন, মুক্তিতে বাধা নেই

 ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ১০ তলা ভবন রানা প্লাজা ধসে নিহত হন ১ হাজার ১৩৬ জন পোশাক শ্রমিক

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ০৫:২৬ পিএম

সাভারে রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় করা মামলায় ভবনমালিক সোহেল রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তার মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন সোহেল রানার আইনজীবীরা।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রানার আবেদনের শুনানি নিয়ে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নুরুউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আসামিপক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন। 

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ১০ তলা ভবন রানা প্লাজা ধসে নিহত হন ১ হাজার ১৩৬ জন পোশাক শ্রমিক। আহত হন আরও কয়েক হাজার শ্রমিক।

এ ঘটনার পাঁচ দিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে ভবনমালিক সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে মামলাসহ ওই ভবনের বিভিন্ন কারখানার মালিকদের বিরুদ্ধেও মামলা হয়।

   

About

Popular Links

x