Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লায় কোরবানির গরুর আঘাতে একজনের মৃত্যু

কোরবানির জন্য ৭১ হাজার টাকা দিয়ে গরুটি কিনেছিলেন অটোচালক মনু মিয়া

আপডেট : ২৯ জুন ২০২৩, ০৩:৫৫ পিএম

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় কোরবানির গরুর আঘাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত মনু মিয়া (৫০) পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। তার স্ত্রী, এক ছেলে এবং দুই মেয়ে রয়েছে। 

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৭টার দিকে উপজেলার মুগসাইর গ্রামে এই ঘটনা ঘটে।

মৃতের চাচাত ভাই হানিফ মিয়া বলেন, “কোরবানির গরু কিনে পাশের এলাকার একটি বাড়িতে রাখা হয়েছিল। সকালে আমি আর বড় ভাই (মনু) গরুটি আনতে যাই। আসার পথে উত্তেজিত হয়ে গরুটি তাকে আঘাত করে। এতে তিনি মাটিতে পড়ে যান। বাড়িতে আনা হলে গরুটি ফের তাকে আঘাত করে। এতে তিনি অসুস্থ হয়ে কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন।”

প্রতিবেশীরা জানান, মনু মিয়া শারীরিকভাবে কিছুটা দুর্বল ছিলেন। কোরবানির জন্য ৭১ হাজার টাকা দিয়ে তিনি গরুটি কিনেছিলেন।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর সংবাদমাধ্যমকে বলেন, “এমন ঘটনা শুনেছি। তবে বিস্তারিত পরে জানাতে পারব।”

About

Popular Links