Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

ব্লগার অনন্ত বিজয় হত্যা: পলাতক ফয়সাল ভারতে গ্রেপ্তার

পুলিশের এন্টি-টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার জানান, গ্রেপ্তারের বিষয়টি ইতোমধ্যে আমরা জানতে পেরেছি। তাকে ফিরিয়ে আনার বিষয়ে কাজ শুরু করেছি

আপডেট : ০৬ জুলাই ২০২২, ১২:৩০ পিএম

সিলেটে লেখক ও ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য ফয়সাল আহমদকে ভারতের বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। 

বুধবার (৬ জুলাই) বাংলাদেশ পুলিশের এন্টি-টেরোরিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানের বরাতে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুলিশ সুপার সংবাদমাধ্যমটিকে জানান, গ্রেপ্তারের বিষয়টি ইতোমধ্যে আমরা জানতে পেরেছি। তাকে ফিরিয়ে আনার বিষয়ে কাজ শুরু করেছি।

২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে কুপিয়ে হত্যা করা হয় বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে (৩২)। তিনি পেশায় ব্যাংকার ছিলেন। “যুক্তি” নামে একটি পত্রিকার সম্পাদকও ছিলেন তিনি।

গত মার্চে অনন্তের খুনের মামলায় আবুল হোসেন, ফয়সাল আহমদ, মামুনুর রশীদ এবং আবুল খায়ের রশীদ আহমদকে মৃত্যুদণ্ড দেন সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইবুনাল। আবুল, ফয়সাল ও মামুনুর পলাতক ছিলেন।

   

About

Popular Links

x