মেহেরপুরে শামসুজ্জামান মিঠু (৫৬) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জেলা বিসিকের উপ-ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ঝিনাইদহ শহরের স্টেডিয়াম পাড়ায়।
রবিবার (২০ আগস্ট) সকালে বিসিক সীমানা প্রাচীর সংলগ্ন পুকুরের পাশে আম গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে বিসিকের এক নিরাপত্তারক্ষী প্রথমে মরদেহটি দেখতে পান। কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন, চশমাসহ আলামত সংগ্রহ করা হয়েছে।
মেহেরপুর বিসিক সূত্রের বরাতে অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউন জানায়, শামসুজ্জামান মিঠু এর আগে চুয়াডাঙ্গা জেলায় ভারপ্রাপ্ত উপ-ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। গত জুলাইয়ের ১১ তারিখ তিনি মেহেরপুরে যোগদান করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ খুঁজতে মাঠে নেমেছে পুলিশ।