Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

পাসপোর্ট-টিকেট ছাড়া ফ্লাইটে শিশু, শাহজালালের ১০ কর্মকর্তা প্রত্যাহার

পাসপোর্ট ও টিকিটবিহীন শিশুটি একজন কেবিন ক্রুর নজরে আসে। শিশুটি একটি আসনে বসে ছিল। নির্ধারিত আসনের যাত্রী এলে শিশুটিকে উঠে যেতে হয়। তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলে বিষয়টি ধরা পড়ে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪০ পিএম

নিরাপত্তা ফাঁকি দিয়ে পাসপোর্ট ও টিকিট ছাড়াই ১০ বছর বয়সী এক শিশু কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে উঠতে সক্ষম হওয়ায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১০ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানা, এ ঘটনায় বেবিচকের একজন উপ-পরিচালক-পর্যায়ের কর্মকর্তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাসপোর্ট ও টিকিটবিহীন ওই শিশুটি প্রথম একজন কেবিন ক্রুর নজরে আসে। শিশুটি একটি আসনে বসে ছিল। নির্ধারিত আসনের যাত্রী এলে শিশুটিকে উঠে যেতে হয়। তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলে বিষয়টি ধরা পড়ে।

শিশুটিকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

   

About

Popular Links

x