মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রশাসক বসানোর ক্ষমতা পেলো সরকার। এখন পৌরসভা ও জেলা পরিষদের মতো ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হলে প্রশাসক বসানো যাবে।
সোমবার (৯ অক্টোবর) “স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৩” এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ অনুমোদনের কথা জানান।
সচিব বলেন, অনেক ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হলেও বিভিন্ন কারণ দেখিয়ে নির্বাচন আয়োজন করা হতো না। এখন মেয়াদ শেষ হলেই সরকার প্রশাসক নিয়োগ দিতে পারবে।
সংশোধিত খসড়া আইন অনুযায়ী, “ইউনিয়ন পরিষদ সচিব”র পদবি বদলে হচ্ছে “ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা”।