Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

সুন্দরবনের নদী থেকে বাঘের মরদেহ উদ্ধার

রায়মঙ্গল নদীতে ভাসমান অবস্থায় মৃত বাঘের মরদেহ উদ্ধার করা হয়েছে

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০১:৩৭ পিএম

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বনবিভাগের রায়মঙ্গল নদীর ভাটিতে ভেসে আসা একটি বাঘের পচা-গলা মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২৫ নভেম্বর) রাতে কাচিকাটা টহল ফাঁড়ির সদস্যরা ওই নদীর ভাটিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের সহকারী রেঞ্জ কর্মকর্তা নুরুল আলম। তিনি জানান, এ ব্যাপারে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ, কে, এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, “জেলেদের কাছে খবর পেয়ে তাৎক্ষণিক নদীতে ভাসমান অবস্থায় মৃত বাঘের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরির পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।”

About

Popular Links