Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে শামীম ওসমান, ২০০ মসজিদে দোয়া

মঙ্গলবার দুপুরে শামীম ওসমানের এনজিওগ্রাম করা হয়েছে। তিনি এখন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৮:৪২ পিএম

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তার সুস্থতা কামনা করে নারায়ণগঞ্জের ২০০ মসজিদের দোয়া করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

পারিবারের সদস্যরা জানিয়েছেন, গত কয়েকদিন যাবৎ বুকে ব্যথা অনুভব করছিলেন শামীম ওসমান। ব্যথা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার দুপুরে শামীম ওসমানের এনজিওগ্রাম করা হয়েছে। তিনি এখন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন বলেও জানা গেছে।

শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যায়, হাসপাতালে শামীম ওসমান শুয়ে আছেন। তবে তিনি সুস্থ আছেন বলে ওই ভিডিওতে নিজেই জানিয়েছেন। এ সময় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নিজাম‌ বলেন, “বুকের ব্যথা অনুভব হওয়ায় তাকে (শামীম ওসমান) হাসপাতালে ভর্তি করা হয়। তার এনজিওগ্রাম করা হয়েছে। সুস্থতা কামনা করে নারায়ণগঞ্জের ২০০ মসজিদে দোয়া করা হয়েছে। সবাই ওনার জন্য দোয়া করবেন।”

About

Popular Links