Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

শাহজালালে থার্ড টার্মিনালের ৯৭% কাজ শেষ

কবে নাগাদ চালু হতে পারে, এমন প্রশ্নে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট করে তারিখ বলা যাবে না

আপডেট : ৩১ মে ২০২৪, ১১:৫৯ এএম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, ‘‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের ৯৭% নির্মাণকাজ শেষ হয়েছে।’’

বৃহস্পতিবার (৩০ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি আরও বলেন, ‘‘এ পর্যন্ত পরিদর্শনে যা দেখলাম, সব মিলিয়ে আমি খুবই সন্তুষ্ট। এখন পর্যন্ত টার্মিনাল ভবনের ৯৭% কাজ সম্পন্ন হয়েছে। ৩%-এর মতো কাজ বাকি আছে। তবে এই ৩%-এর মধ্যে কো-অর্ডিনেশন ও টেস্টিংয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে।’’

মন্ত্রী বলেন, ‘‘টার্মিনাল ভবনের কাজ খুব সুন্দর ও দৃষ্টিনন্দন হয়েছে। তবে এর সফলতা নির্ভর করে এর সঠিক রক্ষণাবেক্ষণের ওপর। এটি সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। মেইনটেন্যান্স ভালোভাবে করতে হবে। ধুলাবালু বা মাকড়সা-পাখি যে বাসা বাঁধতে না পারে, নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে। আমি জাপানি প্রতিষ্ঠানকে বলে দিয়েছি। আমার বিশ্বাস সিভিল এভিয়েশনও এই টার্মিনালকে ভালোভাবে পরিচালনার জন্য কর্মীদের প্রস্তুত করছে।’’

কবে নাগাদ চালু হতে পারে, এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘‘সুনির্দিষ্ট করে তারিখ বলা যাবে না। কারণ এটা হাইলি টেকনিক্যাল একটা কাজ। এটা কোনোভাবেই একদম টাইম মতো বাস্তবায়ন করা সম্ভব হয় না। তবে আমি আশা করি কর্তৃপক্ষ যথাসময়ে এটি চালু করতে পারবে। নতুন টার্মিনালের সুযোগ-সুবিধা নিয়ে তিনি বলেন, অন্যান্য বিমানবন্দর থেকে এখানে চেক-ইন কাউন্টার, ইমিগ্রেশন কাউন্টার অনেক বড় করা হয়েছে। আমাদের এখানে ৫৪টা ইমিগ্রেশন করা হয়েছে। আশা করছি সব বয়সী ও শ্রেণি-পেশার লোকজন ভালো সার্ভিস পাবেন।’’

   

About

Popular Links

x