Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে রিমালের কবলে পড়ে নিখোঁজ ৩ জেলে

২৬ মে ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার পর তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়

আপডেট : ০১ জুন ২০২৪, ১০:১৯ এএম

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড় রিমালের কবলে পড়ে তিন জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৩১ মে) সকালে নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা বন বিভাগসহ বিভিন্ন মহলে এ কথা জানিয়েছেন।

নিখোঁজ জেলেরা হলেন- শ্যামনগর উপজেলা পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর এলাকার বাবুর আলীর ছেলে সাইদুর রহমান (৪২), একই এলাকার হযরত আলীর ছেলে হায়দার আলী (৩০) ও গোলাম রব্বানীর ছেলে লিটন (৩০)।

নিখোঁজ সাইফুলের ভাই আবু সালেহ মোড়ল জানান, ২৫ মে পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের কোবাদক ফরেস্ট স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে পদ্মপুকুর এলাকার সাইফুল, হায়দার, মাকছুদুল, বাসার ও আয়ুব আলী দুটি নৌকা নিয়ে সুন্দরবনের ভেতরে মাছ ধরতে যান। ওই দিন তাদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ হয়েছে। ২৬ মে ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার পর তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তী সময়ে মাকছুদুল, বাসার ও আয়ুব আলীর খোঁজ মিললেও অন্য নৌকায় থাকা সাইফুল, হায়দার ও রিপনের খোঁজ পাওয়া যায়নি।

কোবাতক বনস্টেশন কর্মকর্তা (এসও) মোবারক হোসেন ঢাকা ট্রিবিউনকে জানান, জেলেদের পরিবারের পক্ষ থেকে নিখোঁজ হওয়ার বিষয়টি জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ জেড এম হাসানুর রহমান বলেন, “সুন্দরবনে মাছ ধরতে গিয়ে তিন জেলে নিখোঁজ হওয়ার বিষয়টি জেনেছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।”

ঘূর্ণিঝড় রিমাল ২৬ মে সাতক্ষীরা ও বাগেরহাটের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। এতে পুরো খুলনা বিভাগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন।

   

About

Popular Links

x