Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

আইএমএফের চাপে নয়, ভ্যাটবৃদ্ধির কারণ হিসেবে যা জানালো প্রেস উইং

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ সম্মেলনে এ কথা জানান

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৮:৪২ পিএম

আইএমএফের (ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড) চাপে নয়, ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়াতে সরকার কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়িয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রবিবার (১২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

শফিকুল আলম বলেন, “দেশের মানুষের ভালোর জন্য এবং প্রবৃদ্ধি বাড়ানোর জন্য ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়াতে হবে। এর পরিপ্রেক্ষিতেই কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে।”

তিনি আরও বলেন, “সত্যিকার অর্থে আমরা চাচ্ছি যে ট্যাক্স এমন একটা জায়গায় যাক যেন আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়। ট্যাক্স-জিডিপি অনুপাত কমে যাওয়া মানে যে ঋণ করা হচ্ছে, তা পরিশোধ করা সম্ভব নাও হতে পারে। আমরা বলছি না যে ট্যাক্স বাড়ালে মানুষের ওপর প্রভাব পড়বে না। তবে আমরা মনে করছি সেটা খুবই কম হবে।”

আইএমএফের চাপে ভ্যাট বাড়ানো হচ্ছে কিন্ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইএমএফের কথা আমরা কেন নেব এখানে। আমাদের এখানে অর্থনীতিবিদরা আছেন। আমাদের এখন ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি দরকার। স্ট্যাবিলিটি না থাকলে টাকার মান কমে যায়। আর এই স্ট্যাবিলিটি বাড়ানোর জন্য আমাদের ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়াতে হবে। গত ৫ মাসে আমাদের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা। এ ঘাটতি আমাদের মেটাতে হবে।”

প্রেস সচিব আরও বলেন, “দেশের ফিন্যান্সিয়াল হেলথ ভালো হলে মূল্যস্ফীতি কমে আসে। আইএমএফের ঋণটা এখানে মুখ্য নয়। আইএমএফের সঙ্গে সম্পর্ক তৈরি হলে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির জন্য তারা বেস্ট সাজেশন দেয়। তারা যেখানে ঋণ দেয়, সেখানে বিশ্বব্যাংকসহ বাইরের বিভিন্ন বিনিয়োগ আসা আরও সহজ হয়।”

   

About

Popular Links

x