Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

ওমরাহ যাত্রীদের জন্য যেসব টিকা বাধ্যতামূলক করলো সৌদি আরব

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:৪০ পিএম

ওমরাহ যাত্রীদের এ বছর ৫টি রোগের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার। এ রোগগুলো হলো- মেনিনজাইটিস, পোলিও, ইয়েলো ফিভার (পীত জ্বর), করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জা।

সোমবার (১৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। খবর পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ৫টি রোগের বিপরীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সৌদির সরকার যেসব টিকাকে স্বীকৃতি দিয়েছে, দেশটিতে পৌঁছানোর আগে সেসব টিকা নিতে হবে যাত্রীদের।

এতে আরও বলা হয়, মেনিনগোকোকাল মেনিনজাইটিস, করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা সব দেশের হজযাত্রীদের জন্য আবশ্যক। এছাড়াও পাকিস্তান, নাইজেরিয়া, আফগানিস্তানের যাত্রীদের জন্য পোলিও এবং অ্যাঙ্গোলা, কঙ্গো, ব্রাজিল ও নাইজেরিয়ার যাত্রীদের জন্য পীত জ্বরের টিকা বিশেষ ভাবে বাধ্যতামূলক করা হয়েছে।

পাশাপাশি যাত্রীদের জন্য ধনুষ্টংকার, হাম এবং অন্যান রোগের টিকার ডোজও সম্পূর্ণ করা ওমরাহে আসার জন্য বলা হয়েছে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে ওমরাহ যাত্রীদের সবাইকে টিকা সনদ নিজের সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যেসব যাত্রী দীর্ঘস্থায়ী (ক্রনিক) অসুস্থতায় আক্রান্ত, তাদেরকে টিকা সনদের পাশাপাশি নিজেদের শারীরিক অবস্থা সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখতে বলেছে সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

   

About

Popular Links

x