Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে পানামার জাহাজ

জাহাজটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বন্দর কর্তৃপক্ষ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৩ পিএম

অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করায় পানামার পতাকাবাহী একটি জাহাজকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বন্দর কর্তৃপক্ষ।

এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষ জানায়, ভিয়েতনামের মালিকানাধীন ‘‘এমটি ডলফিন-১৯’’ নামের একটি জাহাজ পাকিস্তানের করাচি বন্দর থেকে সোমবার মধ্যরাতে চট্টগ্রাম বন্দরের জলসীমায় ঢুকে পড়ে। পরে জাহাজটি জ্বালানি তেল নেওয়ার সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারলে কোস্টগার্ড আটক করে।  

বন্দরসচিব মো. ওমর ফারুক বলেন, “জাহাজটি মোংলা বন্দরে যাওয়ার কথা ছিল; কিন্তু জাহাজটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় চলে আসে। বন্দরের জলসীমায় এলে সেটি সংশ্লিষ্ট বন্দরকে অবহিত করতে হয়; কিন্তু এমটি ডলফিন সেটি না করায় সেটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।”

বন্দর সূত্রে জানা যায়, জাহাজটিতে ১১,৬০০ টন জ্বালানি তেল আমদানি করে মোংলার পি অ্যান্ড পি ট্রেডিং। জাহাজটির দৈর্ঘ্য ১৪৫.৫০ মিটার ও প্রস্থ ২৩ মিটার।

সোমবারের ঘটনায় জাহাজটি বন্দর কর্তৃপক্ষের কাছে জরিমানা পরিশোধ করেছে। এর পরই বন্দরের ছাড়পত্র নিয়ে মঙ্গলবার রাতে মোংলার উদ্দেশে রওনা হয়।

   

About

Popular Links

x