মার্কিন আমদানি পণ্যের ওপর চীনের আরোপ করা পাল্টা শুল্ক আজ সোমবার থেকে কার্যকর হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে বিশ্বে অর্থনৈতিকভাবে শক্তিধর এই দুই দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ আরও বাড়ল।
সব ধরনের চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ১০% করারোপের পর গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেইজিং এ ঘোষণা দেয়।
রবিবার ট্রাম্প জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রে সব স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫% শুল্ক আরোপ করবেন। তিনি বলেছেন, এ ব্যাপারে চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, এই শুল্ক আরোপের বিষয়ে তিনি আজ সোমবার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। বিশ্বের যেকোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা (আমদানি) সব ইস্পাতের ও অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এই শুল্ক প্রযোজ্য হবে বলে জানান ট্রাম্প।
যুক্তরাষ্ট্র ৪ ফেব্রুয়ারি সব চীনা পণ্যের ওপর নতুন করে অতিরিক্ত ১০% শুল্ক কার্যকর করার কয়েক মিনিট পরেই বেইজিং মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্কারোপের পরিকল্পনার ঘোষণা দেয়।
চীন সর্বশেষ কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর ১৫% আমদানি করসহ যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিল। এছাড়া মার্কিন অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি এবং বড় ইঞ্জিনের গাড়ির ওপর ১০% শুল্কও আরোপ করা হয়েছিল।
গত সপ্তাহে, চীনা কর্তৃপক্ষ প্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে “অ্যান্টি মনোপলি” তদন্ত শুরু করেছে। অন্যদিকে ব্র্যান্ড ডিজাইন কেলভিন ক্লেইন ও টমি হিলফিগারের মার্কিন মালিক পিভিএইচকে বেইজিংয়ের তথাকথিত “অনির্ভরযোগ্য সংস্থার” তালিকায় যুক্ত করা হয়েছে।
চীন একই সঙ্গে ২৫ ধরনের বিরল ধাতব পদার্থের ওপর শুল্ক নিয়ন্ত্রণ আরোপ করেছে। এগুলো অনেক ধরনের বৈদ্যুতিক পণ্য ও সামরিক উপকরণের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়।