Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘অনলাইন অ্যাপয়েন্টমেন্ট’ চালু করতে চায় বিএসএমএমইউ

এতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বহির্বিভাগের টিকিট সংগ্রহের ঝামেলা এড়ানো যাবে

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৭ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বহির্বিভাগে “অনলাইন অ্যাপয়েনমেন্ট” চালু করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সুপার স্পেশলাইজড হাসপাতালের কনফারেন্স হলে এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএসএমএমইউ’র বহির্বিভাগে চিকিৎসাসেবার মান উন্নয়নসহ রোগীদের দুর্ভোগ লাঘব, অযথা ভিড় এড়ানো, রোগীদের সময় সাশ্রয় করা, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বহির্বিভাগের টিকিট সংগ্রহের ঝামেলা এড়ানো, রোগীদের উন্নত ও সন্তুষ্টিমূলক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষে বিএসএমএমইউ প্রশাসন বহির্বিভাগে আগত রোগীদের জন্য অনলাইন অ্যাপয়েনমেন্ট চালুর উদ্যোগ নিয়েছে। দ্রুতই এই কার্যক্রম শুরু হবে এবং ধাপে ধাপে পূর্ণাঙ্গভাবে এই কার্যক্রম বাস্তবায়ন হবে।

বিএসএমএমইউর বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েনমেন্ট কার্যক্রম বাস্তবায়নের লক্ষে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম পরিচালনার বিষয়ে বহির্বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয় সভায়।  

সভায় বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, আইটি সেলের ইন চার্জ অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান, সিস্টেম অ্যানালিস্ট মো. মারুফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x