পটুয়াখালীর কুয়াকাটায় মাদক পাচারকারী সন্দেহে ৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ অভিযানে তাদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ কোস্টগার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বুধবার (২৬ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যৌথ বাহিনীর অভিযানে বুধবার লাম্বুর বনাঞ্চলের ভিতরে তিনটি বস্তায় তিন লাখ ইয়াবা ট্যাবলেট পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাতে ওই এলাকায় একটি মাছ ধরার ট্রলার আটক করা হয়। সেখান থেকে এক লাখ ইয়াবা ট্যাবলেট ভরা আরও একটি বস্তা উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রলার থেকে ১৬ জন সন্দেহভাজনকে আটক করা হয়।
আটকরা নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছে যৌথ বাহিনী। পরে তাদের পটুয়াখালীর মহিপুর থানায় পাঠানো হয়েছে। মহিপুর থানায় এ ঘটনায় একটি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।