Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

মোটরসাইকেল সরাতে বলায় ঘুষি মেরে পুলিশ সদস্যের নাক ফাটালেন ছাত্রদল নেতা

অভিযুক্ত ওই ছাত্রদল নেতা শাওন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে

আপডেট : ০২ মার্চ ২০২৫, ১০:৪৯ এএম

যশোরে সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক কনস্টেবলকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই ছাত্রদল নেতা শাওন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১ মার্চ) রাত ৮টার দিকে তাকে আটক করা হয়। শাওন ইসলাম যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার বাসিন্দা।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে শহরের জেল সড়কে ল্যাবএইড হাসপাতালের সামনে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশ সদস্য শরিফুল ইসলাম। এ সময় রাস্তার ওপর মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন ছাত্রদল নেতা শাওন। সড়কে যানজট সৃষ্টি হলে ওই পুলিশ সদস্য শাওনকে মোটরসাইকেল সরাতে বলেন। এ নিয়ে শাওনের সঙ্গে শরিফুলের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শাওন পুলিশ সদস্যের মুখে ঘুষি মারেন। ধস্তাধস্তিতে শরিফুলের পোশাকও ছিঁড়ে যায়। পরে ট্রাফিক পুলিশের অন্য কয়েকজন সদস্য ঘটনাস্থলে এসে শাওনকে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করেন।

এ বিষয়ে জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মাফুজুর রহমান বলেন, “শাওন সড়কে মোটরসাইকেল রেখে যানজট সৃষ্টি করছিলেন। কনস্টেবল শরিফুল তাকে মোটরসাইকেল সরাতে বলেন। তখন শাওন বলেন, ‘চিনিস আমাকে, আমার মোটরসাইকেল ট্রাফিক সার্জেন্টও সরাতে পারে না। আর তুই!’ এ কথা বলেই তার নাকে ঘুষি মারেন শাওন।”

তিনি আরও বলেন, “শরিফুলের নাক ফেটে রক্ত বের হয়েছে। তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। কোতোয়ালি থানায় এ বিষয়ে মামলা হয়েছে।”

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর বলেন, “সিটি কলেজ ছাত্রদলের সেক্রেটারি সবুজের সঙ্গে ট্রাফিক পুলিশের বাগ্‌বিতণ্ডা হয়েছে শুনেছি। নাক ফাটানোর বিষয়টি জানি না। তবে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজ করে থাকলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না।”

   

About

Popular Links

x