Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন

সিইসি জানিয়েছেন, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন

আপডেট : ০২ মার্চ ২০২৫, ১১:৪৪ এএম

নির্বাচন কমিশন (ইসি) ২০২৪ সালে নতুনভাবে অন্তর্ভুক্ত হওয়া ভোটারসহ দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এ তালিকায় নারীর চেয়ে পুরুষ ভোটার বেশি।

রবিবার (২ মার্চ) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

খসড়া তালিকায় ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হন, যার ফলে মোট ভোটার সংখ্যা দাঁড়ায় ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন, নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫ জন এবং হিজড়া ভোটার ৯৯৪ জন।

অনুষ্ঠানে সিইসি বলেন, “আমরা মনে করি ইসির প্রতি আপনাদের অকুণ্ঠ সমর্থন আছে। আমরা যে একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দিতে জাতিকে প্রতিশ্রুতি দিয়েছি এবং আপনাদের এই সহযোগিতাটা আমরা বিবেচনা করছি। আপনারা জানেন, আমরা জানুয়ারি মাসে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদে উদ্যোগ নিয়েছি এবং বর্তমানে ডাটা এন্ট্রি চলছে।”

এবারের ভোটার দিবসে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে”। দিবসটি উপলক্ষে ইসি একটি আলোচনা সভার আয়োজন করেছে। পাশাপাশি মাঠপর্যায়ের অফিসগুলোও বিভিন্ন কর্মসূচি পালন করবে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানিয়েছেন, প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি বছর ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়। এ দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এর আগে, ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, খসড়া তালিকা প্রকাশের পর দাবি-আপত্তি গ্রহণ ও পর্যালোচনা শেষে নতুন ভোটার সংখ্যা ২০ লাখের বেশি বাড়তে পারে।

   

About

Popular Links

x