Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেপ্তার

সিআইডি তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৫:০৭ পিএম

ছাগল-কাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (৩ মার্চ) ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি সূত্রে জানা যায়, অনুমোদনহীন গরু আমদানি ও প্রতারণার মামলায় ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, “ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”

এর আগে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী ১৩৩ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন, তৌহিদুল আলম জেনিথ ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে মামলা করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

উল্লেখ্য, গত বছর কোরবানির ঈদে সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় (প্রাথমিক দর) ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন তৎকালীন এনবিআর সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। এর পরপরই আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো।

গত জুলাই মাসে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের ৬ কর্মকর্তাকে আসামি করে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।

   

About

Popular Links

x