রাঙ্গামাটির কাউখালি উপজেলার পানছড়ি এলাকায় ইউপিডিএফের (মূল) আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (৭ মার্চ) ভোরে এই অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার বিকেলে রাঙামাটি সদর জোনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সেনাবাহিনী।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, অভিযানের সময় সেনাবাহিনী ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পায়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে উক্ত আস্তানা থেকে সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত একটি পিস্তল, ১৭ রাউন্ড পিস্তলের গুলি, একটি বাইনোকুলার, কয়েকটি ওয়াকি-টকি সেট, একটি হার্ডডিস্ক, সন্ত্রাসীদের ইউনিফর্ম ও চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনা সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে ইউপিডিএফ (মূল) তাদের চিরাচরিত কৌশল অনুযায়ী কিছু সংখ্যক পাহাড়ি নারী দ্বারা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে অভিযানে বাধা প্রদানের অপচেষ্টা করে এবং আটককৃত গোলাবারুদ ও সরঞ্জামাদি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ ধরনের উস্কানিমূলক পরিস্থিতিতেও সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পাহাড়ের শান্তি বিনষ্টকারী এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদানকারী সকল সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনা অভিযান চলমান থাকবে।
এদিকে রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ বিষয়ে রাঙ্গামাটির কাউখালী থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”