Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

যশোরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, ছাত্রদলের দুই নেতাসহ আটক ৪

ভুক্তভোগী তরুণীকে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৯:৩৭ এএম

যশোরের ঝিকরগাছায় এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষণের অভিযোগে স্থানীয় ছাত্রদলের দুই নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৬ মার্চ) বিকেলে ঝিকরগাছা উপজেলার একটি লিচুবাগানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণীকে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়া চলছে।

আটক ৪ জন হলেন- ঝিকরগাছার গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বাপ্পী ও দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, তাদের দুই সহযোগী জাবেদ হোসেন ও আমিনুর রহমন। গদখালী বাজারে আমিনুরের ফুলের দোকান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে গদখালী বাজারে আমিনুরের দোকানে ২০ বছর বয়সী ওই তরুণী ফুল কিনতে যান। এসময় আমিনুর মিথ্যা তথ্য দিয়ে মেয়েটিকে নাটুয়াপাড়া গ্রামে জাবেদের লিচুবাগানে নিয়ে যান। সেখানে তাদের সঙ্গে আবদুল্লাহ ও ইয়াসিন যোগ দেন। পরে তারা ওই তরুণীকে ধর্ষণ করেন।

এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম বলেন, “কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না। জাতীয়তাবাদী ছাত্রদলে কোনো অপরাধীর ঠাঁই নেই। অভিযুক্ত দুজনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।”

পুলিশের ভাষ্যমতে, ওই তরুণী বেনাপোলে তার এক স্বজনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে গদখালী বাজারে নামেন। এরপর গদখালী বাজারের ফুলের দোকানি আমিনুর রহমানের দোকানে গেলে তার ৪ বন্ধুর সঙ্গে পরিচয় হয় তরুণীর। এসময় তারা তরুণীকে গদখালী এলাকায় ফুলবাগান দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে লিচুবাগানে নিয়ে গণধর্ষণ করেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, “বিকেলে মেয়েটি ফোন করে জানান, ৪ জন মিলে তাকে ধর্ষণ করেছেন। পরে মেয়েটিকে উদ্ধার করে থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়। অভিযুক্ত ৪ জনকে আটক করা হয়েছে। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

   

About

Popular Links

x