Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

নদী থেকে অস্ত্র-মাদকসহ ৫ জলদস্যু আটক

ভোলার তেঁতুলিয়া নদীতে তিনটি ট্রলারসহ তাদের আটক করা হয়

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৪:২৬ পিএম

ভোলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে জলদস্যু শাহিন বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদক ও তিনটি ট্রলার জব্দ করা হয়।

বুধবার (১৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, “আটকরা দীর্ঘদিন ধরে তেঁতুলিয়া নদীতে জেলেদের ট্রলার ডাকাতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।”

এর আগে, মঙ্গলবার (১৮ মার্চ) মধ্যরাতে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে জলদস্যু শাহিন বাহিনীর পাঁচ সদস্যকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, মো. মামুন মোল্লা, আনোয়ার হাওলাদার, মো. জুয়েল শেখ, পান্নু মোল্লা ও নাজমুল হাওলাদার। তাদের সবার বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে।

কোস্টগার্ড জানায়, অভিযানে ধৃত জলদস্যুদের কাছ থেকে চারটি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা ও তিনটি ট্রলার জব্দ করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে জলদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

   

About

Popular Links

x