Friday, April 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

মোংলায় বাণিজ্যিক জাহাজে ‍চুরির প্রস্তুতিকালে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৫

আটকদের বিরুদ্ধে মোংলা এবং পার্শ্ববর্তী কয়রা থানায় একাধিক চুরি, মাদক এবং মারামারির মামলা রয়েছে

আপডেট : ২২ মার্চ ২০২৫, ১১:৫৯ এএম

বাগেরহাটের মোংলা বন্দরে একটি বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ কুখ্যাত সুমন বাহিনীর ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে বাগেরহাট জেলার মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন ভদ্রা নদী থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা মো. জনি (১৯), মো. আলিরাজ (২৫), স্বপন মুন্সী (৪০) এবং খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা মো. আজিম (২৬), মো. মেজবাহ (১৯)।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গত রাতে এ তথ্য জানান। তিনি জানান, গোয়েন্দা সূত্রে জানা যায় কুখ্যাত সুমন বাহিনীর একটি দল শুক্রবার বাণিজ্যিক জাহাজে চুরির উদ্দেশ্যে মোংলা হতে হারবারিয়ার দিকে যাচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২১ মার্চ বিকেল ৪টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি চৌকস দল মোংলার ভদ্রা ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক বোট তল্লাশি চালিয়ে ৯ পিস ইয়াবা, আনুমানিক ২৫ গ্রাম গাঁজা, ১২টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত সুমন বাহিনীর ৫ জন চোরকে আটক করা হয়।

জানা যায়, আটকদের বিরুদ্ধে পূর্বে মোংলা ও কয়রা থানায় একাধিক চুরি, মাদক ও মারামারির মামলা রয়েছে এবং তারা উক্ত মামলাসমূহের এজহারভুক্ত পলাতক আসামি। জব্দকৃত আলামাতসহ আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মোংলা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

   

About

Popular Links

x