Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু

বকেয়া বেতন-বোনাসের দাবিতে আন্দোলনে অংশ নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তিনি

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১০:৪৮ পিএম

রাজধানীতে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বকেয়া বেতন-বোনাসের দাবিতে আন্দোলন করতে গিয়ে অসুস্থ হয়ে রাম প্রসাদ সিং (৪০) নামের একজন গার্মেন্টস এক্সিকিউটিভ মারা গেছেন।

রবিবার (২৩ মার্চ) দুপুর ৩টার দিকে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, রাম প্রসাদ সিং গাজীপুরের স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ান্স (বিডি) লিমিটেডের সহকারী প্রোডাকশন ম্যানেজার ছিলেন। তার বাবার নাম কার্তিক কুমার সিং। তিনি মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় থাকতেন।

স্টাইল ক্রাফটের সুইং ম্যানেজার মোস্তফা ভূঁইয়া বলেন, “আমরা ১৪ মাস ধরে বেতন, ভাতা ও বোনাসসহ অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাচ্ছি না। বেতন-ভাতা আদায়ে আমাদের অনেক সহকর্মী শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় হঠাৎ রামপ্রসাদ সিং অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।”

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, “শ্রম ভবনের সামনে বকেয়া বেতন বোনাসের দাবিতে আন্দোলন চলাকালে অসুস্থ অবস্থায় ওই গার্মেন্টসের এক্সিকিউটিভকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।”

 

   

About

Popular Links

x